কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে 'বি' ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭০ শতাংশ।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘বি’ ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেন মোট ২৩ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৬ হাজার ৭৫৮ জন, শতকরা হিসাবে যা ৭০.৪৩ শতাংশ। বাকি ৭ হাজার ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "সুষ্ঠুভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর তাদের কাজ সঠিকভাবে করেছে। নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাহায্য করেছে।"
তিনি আরো বলেন, "একটা বিষয় লক্ষ্য করেছি এই বছর আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে পারতাম। আগামী বছর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজন করবো।"
সহ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, "পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহোযোগিতায় পরীক্ষার সার্বিক পরিবেশ ভাল ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, "শিক্ষার্থীদের দাবিতে এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিক ও শিক্ষার্থীদের অবদান ছিল। শিক্ষার্থীরা পরিবহণ ও নিরাপত্তায় সহায়তা করেছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC