
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে শাখা ছাত্রদল। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল—পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান, ফ্রি বাইক সার্ভিস, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি।
শুক্রবার (২৫ এপ্রিল) মোট ২১ কেন্দ্রে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশারের নেতৃত্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে খাবার, বিশুদ্ধ পানি, কলম ও অবিভাবকদের মাঝে বিস্কুট ও পানি বিতরণ করা হয়। এছাড়াও পরীক্ষা চলাকালীন কোটবাড়িস্থ পরীক্ষা কেন্দ্রগুলোতে অভিভাবকদের মাঝে খাবার পানি বিতরণ করেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান। পাশাপাশি পাঁচটি ফ্রি বাইক সার্ভিসের ব্যবস্থা করেন তিনি।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেন, “ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলোতে যাদের সিট পড়েছে তাদের অনেকেই ভুল করে অন্য কেন্দ্রে চলে যাচ্ছে। তাদের জন্য আমরা শহীদ ওয়াসিম ফ্রি বাইক সার্ভিস চালু রেখেছি। ক্যাম্পাসের বাইরের অনেক কেন্দ্রের আশেপাশে কোনো দোকান না থাকায় অভিভাবকরা প্রচন্ড গরমে কষ্ট করছিলেন। এইজন্য আমরা কোটবাড়ির আশেপাশের কেন্দ্রগুলোতে অভিভাবকদের মাঝে কোমল পানীয় বিতরণ করেছি।”
ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “আজকের ভর্তি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আমরা গতকাল রাত থেকেই বাইক সার্ভিস চালু করেছি। অনেক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থাও করেছি। পরীক্ষার দিন সার্বিক সহযোগিতা নিশ্চিত করেছি।”
আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, আগের পরীক্ষার ন্যায় আজকের পরীক্ষায়ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে কাজ করার চেষ্টা করেছি। তাদের আবাসন নিয়ে কাজ করেছি পাশাপাশি আমরা গতকাল রাতে তাদেরকে খাবার সরবরাহ করেছি। আজকে বাইক সার্ভিস চালু রেখেছিলাম। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও পানির ব্যবস্থা রেখেছিলাম। স্বৈরাচারী ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অবস্থান করতে পেরেছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।