মার্চ ২৬, ২০২৫

বুধবার ২৬ মার্চ, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

Distribution of Eid materials by the initiative of Comilla University branch student organization
ছবি: প্রতিনিধি

ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী, আনসার, হল ডাইনিং ও ক্যাম্পাস সংলগ্ন দোকান কর্মচারীদের মাঝে ‘ঈদ ফুড প্যাকেজ’ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২৪ মার্চ) রাতে কুবি ক্যাম্পাসে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী ও সেক্রেটারি হাফেজ মো. মাজহারুল ইসলামসহ ছাত্র শিবিরের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ক্যাম্পাসে দায়িত্বরত প্রহরীদের ও দোকানের কর্মচারীদের মাঝে সর্বমোট ৬৫ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করেন তারা।

এ বিষয়ে কুবি শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন‚ ‘সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে ক্যাম্পাসের সিকিউরিটির দায়িত্বে থাকা সবার জন্য এবং ক্যাম্পাসের আশেপাশের দোকানগুলোতে কাজ করা হোটেল বয়দের নিকট আজ আমরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ৬৫ প্যাকেট ঈদ সামগ্রী পৌঁছে দেই। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসকে নিরাপত্তা দিতে গিয়ে এই আনসার সদস্যরা পবিত্র ঈদেও তাদের পরিবারের কাছে যেতে পারেন না। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের মুখে হাসি ফুটানোর। তেমনিভাবে ক্যাম্পাসের আশেপাশের হোটেলগুলোতে কাজ করা এই হোটেলবয়দেরও দিনশেষে পরিবারের পাশে দাঁড়ানোর খুব বেশি সামর্থ্য হয়না। সেখান থেকেও তাদের পাশেও নিজেদের সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। ঈদটা গরিব-ধনী সবার জন্যই আনন্দের হোক এই কামনা করি।’