কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শরীয়তপুর জেলার আঞ্চলিক সামাজিক সংগঠন শরীয়তপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনসহ উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হুমায়রা তাজরিন লামিয়াহ্, মহিউদ্দিন নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম, অর্থ বিষয়ক সম্পাদক মেরিনা আক্তার, উপ-অর্থ বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার, জাকিয়া সুলতানা, দপ্তর সম্পাদক শিশির আহমেদ সৈকত, প্রচার সম্পাদক সুমন মৃধা, আইন বিষয়ক সম্পাদক মো. সুমন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাকিল আহমেদ, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান হৃদয়, প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ আজম। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ছিলেন রেজওয়ানুল আমিন সিয়াম, ইসমতআরা মিমি, মো. সাকিব আল হাসান ও সৈকত হাসান জয় প্রমুখ।
মো. তোফাজ্জল হোসেন বলেন, “সামাজিক সংগঠনগুলো আমাদের একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব ও ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখতে কাজ করে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সময়েও একে অপরকের সঙ্গে সম্পৃক্ত থাকতে সাহায্য করে। তাইতো আজকের এই ইফতার অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলেই একত্রিত হয়েছি। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC