মার্চ ১৫, ২০২৫

শনিবার ১৫ মার্চ, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

Kishoreganj District Students Association's Iftar was held at Comilla University
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যােগে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন আর্তনের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিব রাজীব,ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

ইংরেজি বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ রাজীব বলেন, ‘কিশোরগঞ্জ আমাদের অস্তিত্বের স্মারক৷ অনেক দিন পর সবাই একসাথে মিলিত হয়েছি যা অত্যন্ত আনন্দের ব্যাপার। সবাইকে একসাথে নিয়ে ইফতার করা, সম্প্রীতি বন্ধনে হওয়া আসলেই অকৃত্রিম ভালোবাসার পরিস্ফুটন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ‘

আতিকুর রহমান বলেন,”ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হয়ে এগিয়ে চলা” এই স্লোগানকে সামনে রেখে আমাদের কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ ২০২৫ সালে এসে জেলা সংগঠনের ইফতার মাহফিলের মাধ্যমে সবার সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগছে। আমি চাই আমাদের এই সেবামূলক সংগঠনটি বিভিন্ন ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাক। জেলার ছাত্রছাত্রী ভাইবোনদের উপকারে যেন আমরা সবাই এগিয়ে আসি। ভবিষ্যতে যেকোনো সামাজিক ও সেবামূলক কাজে ডাকলে আমি সংগঠনের পাশে থাকব। আমি কিশোরগঞ্জ জেলা সংগঠনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।’

এছাড়াও জেলা সংগঠনের সাবেক সভাপতি ও অর্থনীতি বিভাগের নবম আবর্তনের হাবিব রাজীব সংগঠনের সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।