
তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণাবলি বিকাশের লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তারুণ্য উৎসব-২০২৫ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেমিনার,কুইজ প্রতিযোগিতা, ক্রিকেট ম্যাচ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রধান অতিথি ছিলেন। কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমাইয়া আফরিন সানী অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এছাড়া পেনিনসুলা কনসোরটিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ এন শাহীন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন বলেন, যুব সমাজের সৃজনশীলতা আমাদের অনুপ্রেরণা দেয়, জাতীয় অগ্রগতির জন্য তা অনেক গুরুত্বপূর্ণ। আমরা একে অপরের থেকে শিখবো। তরুণ প্রজন্ম নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। আইসিটি সেক্টরে তরুণদের অবদান সৃষ্টিশীলতা আর নতুনত্বের মধ্যে দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, আইসিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ কুবিকে ভেন্যু হিসেবে সিলেক্ট করার জন্য। সকলের সহযোগিতায় অল্প সময়ে আজকের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। আজ থেকে প্রায় ২০ বছর আগেই বুঝতে পেরেছিলাম মানুষের মেশিন উপর নির্ভরতা বাড়বে। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সহ বিভিন্ন আইসিটি ভিত্তিক প্রযুক্তি ব্যবহারে তরুণরা উদ্ভূত্ব হচ্ছে। তরুণদের সামনের পৃথিবী অনেক চ্যালেঞ্জিং। তরুণদের এসব ইনোভেশন নিয়ে ভাবতে হবে। এগিয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই চ্যালেঞ্জ তরুণদের মোকাবেলা করতে হবে। এআই বেইজড জ্ঞান অর্জন করতে হবে, তবেই দেশ বিদেশে তরুণদের এআই ভিত্তিক কাজে এগিয়ে যাবে।
প্রধান অতিথি শীষ হায়দার চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীব সরকার একটি ম্যাসেজ দিচ্ছে এবং তা প্রমাণিত যে, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪ এর গণআন্দোলন সবকিছুই তারুণ্যের হাত ধরে সফল হয়েছে।
তারুণ্য উৎসব বাংলাদেশে প্রতিদিন অনুষ্ঠান হচ্ছে। তরুণরাই হচ্ছে সবকিছুর চালিকাশক্তি। উন্নতির পেছনে তরুণদের হাত রয়েছে। বাংলাদেশে যত আন্দোলন হয়েছে সব কিছুর পেছনে কুমিল্লার অবদান ছিল। ডিজিটাল ট্রান্সফরমেশন করার সর্বোচ্চ চেষ্টা করছে আইসিটি মন্ত্রণালয়। এজন্য বিশ্ববিদ্যালয় গুলোকে বেছে নেওয়া হয়েছে। কুবিকে প্রায়োরিটি দেওয়া হবে।
তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের হলে কম্পিউটার ল্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। । পরবর্তী ইনোভেশন হাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে করা হবে বলে জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে এমপাওয়ারিং ইউথ ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইলেভেট টু ইউথ অ্যাজ চেইন্জ মেকার বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
তারুণ্যের মেলা ও শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট ম্যাচ উদ্বোধন, অনলাইনে কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের উৎসবের উপর নির্মিত ডকুমেন্টারি ও কুমিল্লায় জুলাই আন্দোলনের উপর নির্মিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ডকুমেন্টারিও এসময় প্রদর্শন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামবে তারুণ্য উৎসবের।
এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।