'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'—প্রতিপাদ্যে আইসিটি ব্যবহারে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী গুণাবলি বিকাশের লক্ষ্যে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যােগে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫।
আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এটি অনুষ্ঠিত হবে।
সকাল ১০ টা ৫৫ মিনিট থেকে তারুণ্যের মেলা উদ্বোধন, ক্রিকেট ম্যাচ উদ্বোধন এবং অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১২ টা থেকে ১ টা এবং ২ টা থেকে ৩ টা সেমিনার ; এবং বিকাল ৩ টায় পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তারুণ্যের মেলা উদ্বোধন, ক্রিকেট ম্যাচ উদ্বোধন, অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করতে পারবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দায় আলী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি এডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পেনিনসুলা কনসোরটিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ এন শাহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান অনুষ্ঠানের সঞ্চালনা করবেন।
অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'তারুণ্যের উৎসবে শিক্ষার্থীরা আইসিটি ও স্টার্টআপ সম্পর্কিত জ্ঞান অর্জনের পাশাপাশি জাতীয় উন্নয়নে আইসিটি ব্যবহারে কার্যকরি ভূমিকা রাখতে পারবে। দেশের দক্ষ ব্যক্তিরা অতিথি হিসেবে থাকবে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC