এপ্রিল ৪, ২০২৫

শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪৬ শিক্ষার্থী পেলেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

Cumilla University
কুমিল্লা বিশ্ববিদ্যালয় | ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি বিভাগের ৪৬ শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) ২০২৪-২৫’ এর জন্য মনোনীত হয়েছেন।

বিভাগগুলো হলো—প্রকৌশল অনুষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ; বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগ, গনিত বিভাগ ও ফার্মেসি বিভাগ।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুইটি তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। ফার্মেসি বিভাগের ৮ শিক্ষার্থী জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান তালিকায় ফেলোশিপপ্রাপ্ত হয়েছেন। ভৌতবিজ্ঞান তালিকায় ৩৮ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। এর মধ্যে আইসিটি বিভাগের ১৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৫ জন এবং গণিত বিভাগের ৩ শিক্ষার্থী রয়েছেন।

কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “খবরটি পাওয়ার পর খুব আনন্দিত হয়েছি। আশা করি এটি আমাদের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আরও আগ্রহী হবে।’