বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ছয় ক্যাডেট বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এক আয়োজনে নবনির্বাচিতদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন বিএনসিসিও প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম এবং পিইউও ড. মোসা. শামসুন্নাহার।
সার্জেন্ট পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহিন মিয়া এবং বাংলা বিভাগের মারজান আক্তার,কর্পোরাল পদে নৃবিজ্ঞান বিভাগের মো. হাসিব হাসান এবং ল্যান্স কর্পোরাল পদে বাংলা বিভাগের শাহনাজ আফরোজা, প্রত্নতত্ত্ব বিভাগের বৈশাখী চাকমা ও লোকপ্রশাসন বিভাগের আবু বকর সিদ্দিক পদোন্নতি পেয়েছেন।
সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়া শাহিন মিয়া বলেন, ‘প্লাটুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়াটা সম্মানের। দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব, যাতে প্লাটুনের আদর্শ বজায় থাকে।’
প্লাটুনের সিইউও মো. তালহা জুবায়ের বলেন, ‘পদোন্নতি শুধু একটি ব্যাজ নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগের প্রতীক। যারা আজ ব্যাজ পরেছেন, তারা তাদের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে এ সম্মান অর্জন করেছেন।আমি প্লাটুনের পক্ষ থেকে সকল পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার বিশ্বাস এই পদোন্নতি তাদের মাঝে আরও দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে।'
প্লাটুন কমান্ডার বিএনসিসিও প্রফেসর ড. মো: শামিমুল ইসলাম বলেন, আমাদের র্যাংকিং ব্যবস্থা একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়, যেখানে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই, পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নের ভিত্তিতে ক্যাডেটদের পদোন্নতি প্রদান করা হয়। ক্যাডেটরা এখানে আর্থিক কিছু না পেলেও, তাদের কাজের স্বীকৃতি হিসেবে এসব র্যাংক প্রদান করা হয়।
আমরা আশাবাদী, যারা নতুনভাবে দায়িত্ব পেয়েছেন, তারা আরও সক্রিয়ভাবে বিএনসিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রম ও ইভেন্টে অংশগ্রহণ করবেন। আমাদের বিশ্বাস, র্যাংক পদোন্নতির মাধ্যমে ক্যাডেটরা আগামী দিনে আরও দায়িত্বশীল, উৎসাহী ও আন্তরিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
বিএনসিসি সূত্রে জানা যায়, ক্যাডেটদের পদোন্নতি লিখিত পরীক্ষা, ড্রিল ও ভাইভার মাধ্যমে যাচাই-বাছাই করে নির্ধারণ করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC