কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসন্ন (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রশাসন। আগামী ১৯ এপ্রিল, বানিজ্য ইউনিট ও বিজ্ঞান ইউনিট এবং ২৫ এপ্রিল কলা ও মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আবেদন, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রাইজিং কুমিল্লা'র হাতে এসেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর এক জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সংশোধিত সময়সূচি অনুযায়ী, ১৯ এপ্রিল সকাল ১০ টায় ‘সি’ ইউনিট এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল বিকাল ৪ টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল ‘সি’ ইউনিট, ৩ মে ‘এ’ ইউনিট এবং একই দিন বিকালে ‘বি’ ইউনিটের হওয়ার কথা ছিল।
[caption id="attachment_30060" align="alignnone" width="734"] কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি ২০২৪-২০২৫[/caption]
জানা গেছে, ৩ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ তারিখ পরিবর্তন করা হয়েছে। ভর্তি আবেদন প্রক্রিয়া আজ ২ ফেব্রুয়ারি থেকে ২২ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে, এমনকি ছুটির দিনেও যেকোনো সময় আবেদন করতে পারবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC