সি’ ইউনিট (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ৪টি একাডেমিক ভবনে ৩ হাজার ৩১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।
‘সি’ ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্ল্যাহ জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৭৯৯ জন অর্থাৎ ৮৭.১১ শতাংশ এবং অনুপস্থিত ছিল ৭১৪ জন।
এসময় কুবির প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস , বিএনসিসি ও রোভার স্কাউট,শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরাসহ বিভিন্ন আঞ্চলিক ছাত্র সংগঠন পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবার নিয়োজিত ছিলেন।