শনিবার ১১ অক্টোবর, ২০২৫

কুমিল্লা বিভাগ ঘোষণা এক সপ্তাহের মধ্যে না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

Warning of blockade of Dhaka-Chittagong highway if Comilla division is not declared within a week
কুমিল্লা বিভাগ ঘোষণা এক সপ্তাহের মধ্যে না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি/ছবি: সংগৃহীত

আসন্ন এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি মানা না হলে, কুমিল্লার আপামর জনগণকে সাথে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে বিভাগ ঘোষণার দাবিতে কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তারা এই আলটিমেটাম দেন।

বৃষ্টি উপেক্ষা করে জেলার ১৭টি উপজেলার কয়েক হাজার মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

স্লোগানে স্লোগানে পূবালী চত্বর মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে এবং একপর্যায়ে জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সমাবেশ শেষে একটি সুবিশাল মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন কুমিল্লার সভাপতি টিপু চৌধুরী।

সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, কুমিল্লা বিভাগ করা এখন সময়ের দাবি। তারা কুমিল্লার ভৌগোলিক এবং অবকাঠামোগত শ্রেষ্ঠত্ব তুলে ধরেন। তাদের মতে, রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগে কুমিল্লার অবস্থান অত্যন্ত চমৎকার। প্রয়োজনে বিমানবন্দর চালু করে আকাশপথে যোগাযোগ চালু করাও সম্ভব। আন্দোলনকারীরা দাবি করেন, যতগুলো জেলা নিয়ে বিভাগ করার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে কুমিল্লাই শ্রেষ্ঠ। তাই অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে হবে। অন্য যারা নিজেদের জেলাকে বিভাগ দাবি করছেন, তারা নিজেরাও জানেন যে তাদের জেলা বিভাগ হবে না।

বিভাগের দাবিতে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করে বক্তব্য দেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য আমিন উর রশিদ ইয়াছিন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে। না করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।’

জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ এই দাবিতে সরকারের টালবাহানার সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিভাগ আমাদের আজকের চাহিদা নয়। বিভাগ নিয়ে ফ্যাসিবাদী সরকারও টালবাহানা করেছে। আপনারাও করছেন। কুমিল্লার মানুষ আন্দোলন করলে দমাতে পারবেন না।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার প্রাচীন ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, ‘প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী এই কুমিল্লা। ত্রিপুরার রাজধানী কুমিল্লা। কুমিল্লায় ষোড়শ শতকে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, যা বর্তমানে শালবন বিহার নামে খ্যাত। প্রাচীন এই জেলাকে বিভাগ ঘোষণা করা এ অঞ্চলের জনগণের প্রাণের দাবি। আমরা সরকারকে অনুরোধ করবো দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা করুন।’

এছাড়াও সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

বিক্ষোভ কর্মসূচিতে জেলার ১৭ উপজেলার কয়েক হাজার হাজার মানুষের অংশগ্রহণ এই দাবির প্রতি জনসমর্থনের ব্যাপকতা তুলে ধরে।

আরও পড়ুন