গতকাল রবিবার (১২ মে) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর নবনিযুক্ত মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ।
বার্ড-এ যোগদানের পূর্বে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সিভিল সার্ভিসে যোগদান করেন।
জানা গেছে, কর্মজীবনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সভায় যোগদানের জন্য তিনি ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইতালী, জার্মানী ও ভারতসহ ২০ টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন।