বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) গত ২৭ মে ২০২৪ তারিখ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একাডেমিতে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বার্ডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বার্ড-এর ময়নামতি অডিটেরিয়ামে “আমার গ্রাম আমার শহর: স্থানীয় সরকারের ভূমিকা” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন এবং সেমিনারে সভাপতিত্ব করেন বার্ড-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রঞ্জন কুমার গুহ, পরিচালক, বার্ড।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রফেসর ড. তৈয়বুর রহমান, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর এম. আমিনুল ইসলাম আকন্দ, অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন বলেন, বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে। বার্ড-এর পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। ‘আমার গ্রাম আমার শহর’ ধারণা বাস্তবায়নে এই সেমিনারের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সেমিনারে সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন আবদুল্লাহ আল মামুন, পরিচালক, বার্ড এবং সহযোগী সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেন রাখি নন্দী, উপপরিচালক, বার্ড।
এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ৬৫টি বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, পুনর্মিলনী ও প্রীতিভোজ, মিলাদ মাহফিল, বার্ড প্রকাশনা ও পণ্য প্রদর্শনী, লোকজ সংগীতানুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বার্ড-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমিতে বর্ণিল আলোকসজ্জা করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC