বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিসিএস) স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের জন্য ১৭১তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আজ রোববার (১৭ ডিসেম্বর) কুমিল্লা বার্ডে শুরু হয়েছে। কোর্সের উদ্বোধনী অধিবেশন বার্ডে লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডে মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা। অনুষ্ঠানের গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) ড. শেখ দাউদ আদনান।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে বার্ডের ভূমিকার কথা তুলে ধরেন।
এছাড়া উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আব্দুল্লাহ আল মামুন, কোর্স পরিচালক ও যুগ্ম পরিচালক (উন্নয়ন যোগাযোগ) মোঃ আবু তালেব, যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ) ও কোর্স সমন্বয়ক জোনায়েদ রহিম এবং উপপরিচালক (গবেষণা) ও সহযোগী কোর্স পরিচালক ফরিদা ইয়াসমিন।