এপ্রিল ২, ২০২৫

বুধবার ২ এপ্রিল, ২০২৫

কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার উদ্যোগে বন্যা দুর্গত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

Rising Cumilla.Com - Distribution of educational materials among flood affected students under the initiative of Cumilla Purbasha and Madhumita Kachi-Kachha Mela

কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার উদ্যোগে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বুড়িচং উপজেলার তুলনামূলকভাবে বেশী ক্ষতিগ্রস্থ এলাকার ৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ ছাত্র-ছাত্রীদের মাঝে আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা সামগ্রী (৩টি খাতা, ১টি স্কেল, ২টি কাঠ পেন্সিল, ১টি বলপেন, ১টি ইরেজার, ১টি পেন্সিল কাটার ও ১টি প্লাস্টিকের কাভার ফাইল) বিতরণ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় গুলো হলো – বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাড়াতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর আদর্শ শিক্ষা নিকেতন।

যেমন- বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাড়াতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বুড়িচং সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর আদর্শ শিক্ষা নিকেতন।

এর আগে গত ২৪ আগস্ট কুমিল্লা ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার উদ্যোগে কুমিল্লা বুড়িচং উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হরিপুর এলাকায় বন্যাকবলিত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা ও তাদের মাঝে শুকনো খাবার সামগ্রী (মুড়ি, চিড়া, গুড়, পানি, বিস্কিট, ঔষধ, স্যানেটারি ন্যাপকিন, মোবাতি, দিয়াশলাই) ইত্যাদি প্রায় ৭৫টি পরিবারের মাঝে ২টি গ্রুপে বিতরণের কাজ সুন্দরভাবে সম্পন্ন করা হয়।

শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পূর্বাশা কচি-কাঁচা মেলার উপদেষ্টা- অধ্যাপক দিলিপ পোদ্দার, সমন্বয়ক- মেহেদী হাছান, সহ-সমন্বয়ক- নাসির সুলতানা লাইযু, সংগঠক- মীর হোসেন ও প্রিয়ন্তী, সাথী ভাই- ছালাউদ্দীন ভূঁইয়া, মানিও, রুবেল আহমেদ, চিন্ময়ী আচার্য্য, রিয়া চক্রবর্তী, অনিকা দাস অর্পিতা, আলিফ, প্রিতী। সার্বিক সহযোগিতায় ছিলেন- চন্দন দেব রায় ও শক্তি কাম সিনহা।

মেলার যে সকল ভাই বোন ও শুভানুধ্যায়ী এই মানবতার কাজে হাত বাড়িয়ে কুমিল্লা কচি-কাঁচার মেলাতে অনুদান পাঠিয়েছেন, কুমিল্লা কচি-কাঁচার মেলা আপনাদের এই সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।