কুমিল্লা ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার প্রতিষ্ঠার ৬০ বছর (১৯৬৪-২০২৪) “হীরক জয়ন্তী” উদযাপন উপলক্ষে বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত শনিবার (০৮ জুন) বিকালে নজরুল ইন্সটিটিউট কেন্দ্র, কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৫তম জন্ম জয়ন্তী কথনে, সংগীতে, নৃত্যে, আবৃত্তিতে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন দেশের প্রথিতযশা উচ্চাঙ্গ ও নজরুল সংঙ্গীত শিল্পী বিদুষী অলকা দাস। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন দেশের খ্যাতনামা নজরুল গবেষক প্রফেসর আনোয়ারুল হক, পিএইচডি। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জয়িতা দাস পায়েল, মেলার সদস্য, মধুমিতা কচি-কাঁচার মেলা, কুমিল্লা।
অনুষ্ঠানে নজরুল জন্ম জয়ন্তী নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক- অনিমা মজুমদার। নজরুল জন্ম জয়ন্তী নিয়ে আলোচনা করেন শিশু বক্তা- মেহেজাবিন হোসেন মাধবী, শিশু সদস্য, মধুমিতা কচি-কাঁচার মেলা এবং নীলেন্দু বিকাশ সর্বাধিকারী, শিশু সদস্য, পূর্বাশা কচি-কাঁচার মেলা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক- আয়েশা রহমান পাপড়ি, ইমরোজা চৌধুরী বেবী, অধ্যক্ষ শামীম হায়দার, পূর্বাশা কচি-কাঁচা মেলার উপদেষ্টা- চৌধুরী মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমদ তারেক, বদরুল হুদা জেনু, চন্দন দেব রায়, হেলাল উদ্দিন আহমেদ, অধ্যক্ষ বিধান চন্দ, অধ্যাপক দিলিপ পোদ্দার, মোতাহের হোসেন মাহবুব, অধ্যাপক দিলিপ পোদ্দার, শক্তি কাম সিনহা, হুসাইন মোঃ কামরুল।
আলোচনা অনুষ্ঠান শেষে কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার শিশুশিল্পীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাথী বোন- অনিকা দাস অর্পিতা।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার ভাই-বোনেরা।