
সারা দেশের মতো কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটেও পালিত হয়েছে ২৫ মার্চ গণহত্যা দিবস। গণহত্যার শিকার মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন হিসেবে চিহ্নিত করেন।
তারা বলেন, “এই দিনটিতে পাকিস্তানি বাহিনী নির্বিচারে বাঙালি জনগণের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল, যাদের মধ্যে অসংখ্য নিরীহ পুরুষ, মহিলা এবং শিশু ছিলেন। আজকের এই দিনে, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং জাতির স্বাধীনতার সংগ্রামকে স্মরণ করি।”
অনুষ্ঠানে প্রধান অলোচক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) নজরুল ইসলাম (বীর প্রতীক) – তিনি বলেন, “২৫ মার্চ, ১৯৭১, বাংলাদেশের ইতিহাসের এক বিভীষিকাময় রাত। পাকিস্তানি বাহিনী আমাদের ওপর যে আক্রমণ চালিয়েছিল, তা ছিল গণহত্যার অপরাধ, যার স্মৃতি আজও আমাদের হৃদয়ে গভীর ক্ষত রেখে গেছে। আজ আমরা এই দিনটিকে শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই গণহত্যায় যে সমস্ত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সমর্থন অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “এটি আমাদের সকলের দায়িত্ব, ২৫ মার্চের সেই ভয়াবহ রাতে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, যেন ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা আর না ঘটুক। ইতিহাস ভুলে গেলে জাতি হিসেবে আমাদের একতা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এই ইতিহাস মনে রাখার মাধ্যমে আমাদের জাতি এবং দেশের প্রতি আনুগত্য এবং শ্রদ্ধা আরও দৃঢ় হবে।”
অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেন, “গণহত্যার শিকারদের স্মরণ করতে, আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই দিবসটি শুধু শোকের নয়, এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবেও তাৎপর্যপূর্ণ। আমাদের জাতি এরই মধ্যে অনেক ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে আজকের স্বাধীনতায় পৌঁছেছে।”
আলোচনা সভার শেষে ২৫ মার্চের শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।