বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা শাখার পক্ষ থেকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটকে “জুলাই সম্মাননা ক্রেস্ট” প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ জুন) এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কুমিল্লা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন হোসেনসহ অন্যান্য সক্রিয় সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ জনাব মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলি আজম এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই এর প্রেরণায় বৈষম্য মুক্ত, মানবিক ও প্রগতিশীল একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।” তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই আন্দোলনের প্রেরণাদায়ী কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC