জুলাই ৯, ২০২৫

বুধবার ৯ জুলাই, ২০২৫

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

Rising Cumilla -Chhatra Dal's exceptional initiative at Comilla Polytechnic
ছবি: প্রতিনিধি

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সেমিস্টার ফাইনাল পরীক্ষা উপলক্ষে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের সহায়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ছাত্রদলের পক্ষ থেকে প্রতিটি পরীক্ষার হলে বিনামূল্যে কলম বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার দিন জরুরি প্রয়োজনে কলমের সংকট দূর হবে বলে আশা করছে সংগঠনটি।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের এই ছোট্ট প্রচেষ্টা পরীক্ষার্থীদের কিছুটা হলেও উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি। সকল শিক্ষার্থীর সফলতা কামনা করছি।”

আরও পড়ুন