জ্যৈষ্ঠের প্রথম দিনেই হাঁসফাঁস করা গরমে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। দুপুরে আকাশ ভেঙে নামা বারিধারা যেন একটু শীতল পরশ বুলিয়ে গেল প্রকৃতিতে। তবে ভ্যাপসা গরম এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না। দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে।
এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যার মধ্যেই দেশের আটটি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলো হলো ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শুধু তাই নয়, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা ছাড়াও উল্লেখিত জেলাগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে, আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১৬ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর আশা করছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই তাপপ্রবাহ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১৭ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং চলমান তাপপ্রবাহ কিছু জায়গা থেকে কমতে পারে।
রবিবার (১৮ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।
সোমবার (১৯ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় একই ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
মঙ্গলবার (২০ মে) পর্যন্ত এই একই অবস্থা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং অন্যান্য বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়াও সিলেট, কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নেত্রকোণায় ৯২ মিলিমিটার ছাড়াও সিলেটে ৮৯, কুমিল্লায় ৫৪, রংপুরে ৪৪, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩৫, নীলফামারীর ডিমলায় ৩৪, ঢাকা ও কিশোরগঞ্জের নিকলিতে ২৩ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC