
কুমিল্লা নগরীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্ধোধন করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
রবিবার (১২ নভেম্বর) দিনব্যাপী নগরীর বিভিন্ন এলাকার ৮ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা নগরীর ছোটরা মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান।
পরে এমপি বাহার নগরীর নজরুল এভিনিউ’র ফরিদা বিদ্যায়তন এর নতুন ভবন, ঈশ্বর পাঠশালার নতুন ভবন, নেউরা এম আই উচ্চ বিদ্যালয় ও নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, হাজী আক্রাম আলী উচ্চ বিদ্যালয়েরর নতুন ভবন, শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ নূরুর রহমান, অর্থ সম্পাদক আলী মুনসুর ফারুক, শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ হাসান তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।