জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে, আজ রবিবার (৮ মে) কুমিল্লার চকবাজার ও রাজগঞ্জ বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জানা যায়, দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন না করা, ইচ্ছেমাফিক দামে নিত্যপণ্য বিক্রি, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার প্রস্তুত ও সংরক্ষণের মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অন্যান্য দোকানি ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিক্তার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।
অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বেলা সাড়ে ১০টা থেকে সহকারী পরিচালক মো: আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ তদারকি অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।