ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লা নগরীতে ৪ দফা দাবিতে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের মানববন্ধন

Human chain of 25 cadre officials for 4 point demand in Comilla city
ছবি: সংগৃহীত

৪ দফা দাবিতে কুমিল্লা নগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তিচেষ্টার প্রতিবাদ, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিলসহ আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ, কুমিল্লা ইউনিট’–এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ ২৫টি ক্যাডারের শতাধিক কর্মকর্তা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার পরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন পোদ্দার, চিকিৎসক তাসলিমা বেগম, বিসিএস শিক্ষা সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপসচিব পদে পদোন্নতিতে ৫০ শতাংশ প্রশাসন ক্যাডার থেকে এবং বাকি ৫০ শতাংশ অন্যান্য ক্যাডার থেকে নেওয়ার কথা জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এই প্রস্তাব তাঁরা প্রত্যাখ্যান করছেন। তাঁদের দাবি, নিজ নিজ পেশাভিত্তিক মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিতে হবে, উপসচিব পদে নিয়োগ হবে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে, আন্তক্যাডার বৈষম্য নিরসন করতে হবে, স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারে আলাদা নিয়োগ পরীক্ষার প্রস্তাব বাতিল করতে হবে।’

এসময় ক্তারা আরও বলেন, ‘নতুন বাংলাদেশ হতে হবে বৈষম্যমুক্ত। বৈষম্য থেকে মুক্তির দাবিতে তাঁদের সন্তানেরা, ভাইয়েরা প্রাণ দিয়েছেন। কিন্তু প্রশাসন ক্যাডার আজ সবার মাথার ওপর ছড়ি ঘোরাচ্ছে। সব ক্যাডারদের নিয়ন্ত্রণ তাঁদের হাতে। এটা হতে পারে না।’