কুমিল্লা নগরীজুড়ে প্রস্তুতি চলছে হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতী পূজার। পূজার উপকরণ ও প্রসাদ বিক্রি চলছে। বিভিন্ন বিদ্যাপীঠে সাদা কাপড় প্রস্তুত করা হয়েছে মন্ডপ গুলোতে। রাজেশ্বরী কালী মন্দিরে বসেছে প্রতিমা বিক্রির হাট। এছাড়াও কুমিল্লা শহরজুড়ে ৪-৫ টি স্থানে প্রতিমা বিক্রি হচ্ছে। ছোট প্রতিমার মুল্য দুইশত টাকা বড় সর্বোচ্চ দুই হাজার টাকা।
কাল ও পরশু সরস্বতী পুজার আয়োজন হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজ রাজেশ্বরী কালী মন্দির, কুমিল্লা সরকারি কলেজসহ বিভিন্ন মন্দির ও বাড়িতে প্রতিমা স্থাপন করা হয়েছে। বিভিন্ন মন্দিরের মোড়ে মুড়ি, বাতাসা, জিলাপি, খই, নানা ধরনের ফল বিক্রি হচ্ছে। এসব খাদ্য পূজার প্রসাদ।
কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী শুক্লা মল্লিক বাবার সঙ্গে প্রতিমা বিক্রির হাটে আসে। পছন্দের প্রতিমা পাওয়ায় হাসিখুশি তে ভরপুর সে। বাবার সাথে মন্দিরে এসে নানা ধরনের প্রসাদ কিনেছে। কাল সকালে দুর্গা দেবীর সামনে শ্রদ্ধা নিবেদন করার প্রস্তুতি নিচ্ছে।
শিক্ষার্থী শুক্লা মল্লিক বলেন, গত জুলাই বিপ্লবের মধ্যদিয়ে আমরা বৈষম্যহীন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার এক মহান প্রত্যয় গ্রহণ করেছি। এবারের সরস্বতী পূজা তাই এক ভিন্ন আঙ্গিকে আয়োজিত হতে চলেছে। দুদিনব্যাপী এ আয়োজনের মধ্যে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, রক্তদান কর্মসূচি ইত্যাদি রয়েছে। এছাড়াও অভ্যন্তরে চিত্তবিনোদন উপযোগী বেশ কিছু রাইড, খেলনা ও বিশুদ্ধ খাবার দোকানের থাকবে। আমরা সব সময় পূজাতে আনন্দ করি। পূজা আসলে আমার কাছে ভালো লাগে।
এদিকে নিরাপত্তার বিষয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম সাংবাদিকদের জানান, 'পূজার আনন্দ যেন কোন অপশক্তি ম্লান করতে না পারে, সে জন্য পুলিশ সদস্যরা মাঠে সর্বোচ্চ নজরদারি চালাচ্ছেন। কোন মহল ষড়যন্ত্র করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।'