কুমিল্লা নগরীর বিভিন্ন স্থান থেকে অপহরণের পর প্রতারণা করে চাঁদা আদায়কারী চক্রের ৩ সদস্যকে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) গ্রেফতার করেছে কুমিল্লা কোতওয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতওয়ালী মডেল থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কামরান হোসেন জানান, গত বৃহস্পতিবার কোতওয়ালী থানায় একটি অভিযোগ আসে যে, মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে অপহরণ করে অপহরণকারীরা ভিকটিমের নাম্বার থেকে তার ভাইকে ফোন দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই অভিযোগের সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতেই নগরীর ধানমন্ডি ও রেসকোর্স এলাকায় অভিযান চালিয়ে ৩ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, "চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে প্রলোভনের মাধ্যমে নিজেদের নির্ধারিত স্থানে নিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল।"
গ্রেফতারকৃত আসামীরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া এলাকার মৃত শানু মিয়ার মেয়ে পারভিন আক্তার (৩২), একই উপজেলার ধান্যদৌল এলাকার কবির আহম্মেদের স্ত্রী শাহেনা বেগম (৩৮) ও কুমিল্লা নগর এর কাপ্তান বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ মশিউর রহমান (৪৫)।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC