গত ৯ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ খন্দকার হক টাওয়ারে অনুষ্ঠিত বিশেষ সভায় কুমিল্লা দোকান মালিক সমিতির আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। সমিতির অচল অবস্থা কাটিয়ে উঠতে বর্তমান কমিটি বিলুপ্ত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম, যিনি কুমিল্লা সিটি মার্কেটের 'অনির্বাণের' স্বত্বাধিকারী। খন্দকার হক টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জামাল খন্দকারকে সাধারণ সম্পাদক। আর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ইষ্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া মঞ্জুকে।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা দোকান মালিক সমিতির ব্যবস্থাপনা পরিচালক তরিক আহমেদ ভূঁইয়া সুজন স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ০৯/০৯/২০২৪ইং তারিখ কুমিল্লা দোকান মালিক সমিতির অন্তর্গত বিভিন্ন ইউনিট কমিটি সভাপতি ও সাধারন সম্পাদক এবং কুমিল্লার গুরুত্বপূর্ণ ব্যবসায়িদের উপস্থিতিতে কান্দিরপাড়স্থ্য খন্দকার হক টাওয়ারে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ঐ সভার সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা দোকান মালিক সমিতির অচল অবস্থা কাটিয়ে উঠার জন্য বর্তমান কমিটি বিলুপ্ত করা হয় ও নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।
সেই সিদ্ধান্তের আলোকে কুমিল্লা দোকান মালিক সমিতির নতুন কমিটি নিম্নরুপ
১। সভাপতি - সৈয়দ জাহাঙ্গির আলম, স্বত্বাধিকারী, অনির্বাণ, কুমিল্লা সিটি মর্কেট, কান্দিরপাড়, কুমিল্লা ।
২। সধারন সম্পাদক- আলহাজ্ব জামাল খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক, খন্দকার হক টাওয়ার, কান্দিরপাড়, কুমিল্লা ।
৩। সাংগঠনিক সম্পাদক, মো: মঞ্জুরুল আলম ভূঁইয়া মঞ্জু, সভাপতি, ইষ্টান ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতি।
উল্লেখ্য, আগামী ২১ দিনের মধ্যে সকল মার্কেট ও বাজার কমিটির সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করার জন্য নব গঠিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব অর্পন করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC