দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন, যেখানে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। একক প্রার্থী হওয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের (সুমন) এবং সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ (ওয়াসিম)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউছুপ আলী-সহ চারজন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। এই সম্মেলনে সভাপতিত্ব করেন নতুন সভাপতি জাকারিয়া তাহের সুমন।
সভা সঞ্চালনা করেন নতুন সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম।
কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "আমাদের নেতা তারেক রহমানের অর্পিত দায়িত্ব পালন করতে সর্বোচ্চ চেষ্টা করবো। কুমিল্লা দক্ষিণের প্রত্যেকটি আসনে ধানের শীষের জয় উপহার দিতে চাই।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC