বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ৬ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন করেছে।
আজ বুধবার (১৫ মে ২০২৫) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী জোবায়ের আলম জিলানী এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলেমান মুন্সী। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এমদাদুল হক ধীমান।
এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাছির উদ্দিনকে, যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শাহাদাৎ হোসেন রবিন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC