ডিসেম্বর ১৮, ২০২৪

বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লা টাউন হল মাঠে দুইদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

Rising Cumilla - Inauguration of the two-day Vijay Mela at the Cumilla Town Hall Grounds
ছবি: প্রতিনিধি

কুমিল্লা নগরীর টাউন হল মাঠে দুইদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক- আমিরুল কায়সার।

জেলা প্রশাসন কুমিল্লার আয়োজনে “বিজয় দিবস মেলা-২০২৪” উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ নাচ-গান পরিবেশনসহ শিশুদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের পসরা নিয়ে অনেকগুলো স্টল অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ‘দেশ স্বাধিন হলেও পরাধিনতার শেকল থেকে মুক্ত করছে বৈষম্যবিরোধি ছাত্র-জনতা। এ ধারা যাতে অব্যাহত থাকে সেদিকে খেয়াল রাখার তাগিদ ছিল বক্তাদের মুখে।’

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুসহ বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।