কুমিল্লা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক টমছম ব্রিজ থেকে কোটবাড়ি বিশ্বরোড পর্যন্ত অংশটি বর্তমানে চরমভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, পুরো সড়কজুড়ে রয়েছে বড় বড় খানাখন্দ; কিছু দূর পরপরই রাস্তার পিচ উঠে গিয়েছে।
ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় নাগরিক দুর্ভোগ ভয়াবহ রূপ নিয়েছে।
যানবাহনের গতি কমে আসায় যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে দ্বিগুণ। এর ফলে শুধু সময়ের অপচয় নয়, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
এই বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী "লাক মিয়া" বলেন, ''বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য প্রায়সময়ই এজ সড়ক দিয়ে আমাদের যাতায়াত করতে হয়, কিন্তু বর্তমানে প্রথমত সড়কটি ভাঙ্গা সেই সাথে বৃষ্টিতে একবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে"।
[caption id="attachment_41122" align="aligncenter" width="1200"] বৃষ্টিতে আরও করুণ চিত্র, ব্যস্ততম এই সড়কে চলাচল একপ্রকার অসম্ভব//ছবি: হাছিন ইশরাক মিরাজ[/caption]
নিত্যদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে এলাকাবাসী ও যাত্রীরা দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে। কুমিল্লার প্রাণকেন্দ্রের এমন একটি ব্যস্ততম সড়কের এই বেহাল অবস্থা অবিলম্বে দূর করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
তাই, দ্রুত সময়ের মধ্যে উক্ত সড়কটি সংস্কারের জন্য সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করা হল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC