জানুয়ারি ৬, ২০২৫

সোমবার ৬ জানুয়ারি, ২০২৫

কুমিল্লা জেলা কমিটি ঘোষণা গণঅধিকার পরিষদের

Gono Odhikar Parishad
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে মো. ফয়েজ উল্লাহকে সভাপতি, মো. গিয়াস উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মো. মোজাম্মেল হোসেন পঞ্চায়েতকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

৭২ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ১৫ জনকে, ১৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক বছর অনুমোদিত কমিটির মেয়াদ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।