
গত শুক্রবার ( ৪ঠা জুলাই ) বিকাল ৪ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের সভা কক্ষে অনুষ্ঠিত হয় কুমিল্লা জেলা ইয়োগা এসোসিয়েশনের প্রথম সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব নাহিদুজ্জামান রানা।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা ইয়োগা এসোসিয়েশনের সভাপতি- নাহিদুজ্জামান রানা, সহ সভাপতি- সুফি শরফুদ্দিন চৌধুরী (সোয়াদ), সাধারন সম্পাদক- মোহাম্মদ ফজলে রাব্বী, যুগ্ম সম্পাদক- মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক- শাখাওয়াত আলী সুজার, কোষাধ্যক্ষ- নাজমুল হাসান খন্দকার, প্রচার সম্পাদক- পি,ডি,আর,আর সাজ্জাদ হোসেন, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক তানভীর আহমেদ রাব্বি, মোহাম্মদ মিলকান হোসেন প্রান্ত, তাসনুভা রহমান, ফুয়াদ আহমেদ খান, উম্মে সালমা ও সম্মানিত সদস্য আসিফুর রহমান, নেছার উদ্দিন আহমেদ রিদয়, খালিদ আকবার বাবর, মাকসুদুল হাসান জুয়েল, আখতারুজ্জামান ফয়সাল, শফিউর রহমান, কামরুজ্জামান তিতাস সহ অন্যান্যরা।
সভা সঞ্চালনায় ছিলেন রোটারেক্ট ক্লাব অব কুমিল্লার প্রথম নারী সভাপতি তাসমী নুর- স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। সার্বিক সহযোগিতায় ছিলেন মারজিয়া তাবাস্সুম।
সভায় আগামী এক বছরের কর্মসূচি, কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ইয়োগা ক্লাব গঠন, জেলার সকল ইয়োগা প্রতিযোগীদের সঙ্গে সমন্বয় স্থাপনসহ বিভিন্ন গঠনমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন- “সুস্থ দেহ, প্রশান্ত মন গঠনে ইয়োগার বিকল্প নেই।”বিগত সময়ে কুমিল্লা জেলায় ইয়োগা নিয়ে কাজ করার মতো তেমন কোন সংগঠন না থাকায়, ইচ্ছা থাকা সত্ত্বেও কুমিল্লাবাসী নিয়মিত ইয়োগা প্রশিক্ষণের সুযোগ পেত না।
কুমিল্লা জেলা ইয়োগা এসোসিয়েশন সেই শূন্যতা পূরণে কাজ করবে এবং জেলার সকল স্তরের মানুষের জন্য ইয়োগা প্রশিক্ষণকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তুলবে।