কুমিল্লার জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কুমিল্লা-চাঁদপুর সড়কে ‘অসহায় মানুষের কল্যাণে’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আইদি এন্টারপ্রাইজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মিলাদ শেষে ফিতা কেটে আইদি এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার আহবায়ক মুহাম্মাদ সাকিব হুসাইন, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব জিয়া উদ্দিন মুহাম্মদ রুবেল, আইদি এন্টার প্রাইজের উপদেষ্টা তাজুল ইসলাম সুমন, আইদি এন্টার প্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মীর পারভেজ আলম সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ।
তবে, উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে চাঁদপুরগামী আইদি এন্টারপ্রাইজের বাস ছেড়ে যাওয়ার সময় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কতিপয় উত্তেজিত পরিবহন শ্রমিকেরা ব্যারিকেড সৃষ্টি করে এলোপাতাড়ি বাস রেখে কুমিল্লা-চাঁদপুর সড়ক বন্ধ করে দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের হামলায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতা ফারুক নাহিয়ানসহ বেশক’জন আহত হয়। ফলে প্রায় ১ ঘন্টা উক্ত সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে।
পরে খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা ও কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC