নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লা ইপিজেডে চীনা কোম্পানির ৪০ লাখ ডলার বিনিয়োগ

RisingCumilla.Com - 4 million dollar investment by Chinese company in Cumilla EPZ
ছবি: সংগৃহীত

চীনা কোম্পানি তিয়ানহুই বাটন কোম্পানি লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (কুমিল্লা ইপিজেড) একটি গার্মেন্ট এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে।

তারা ৪০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৭০ কোটি পিস বিভিন্ন ধরনের বাটন যেমন- প্লাস্টিক বাটন, রেসিন বাটন, এবিএস বাটন, মেটাল বাটন এবং পিইউ লেদার এক্সেসরিজ তৈরি করবে। বিদেশি এ প্রতিষ্ঠানটিতে ১৩৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং তিয়ানহুই বাটন কোম্পানি লিমিটেডের মধ্যে এ লক্ষ্যে গতকাল বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং তিয়ানহুই বাটন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মি. উইরং নি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ স ম জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক মসিহ্উদ্দিন বিন মেসবাহ এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।