নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ১১ সংসদীয় আসনে মনোনয়নপত্র প্রত্যাহার ৯ প্রার্থীর

District Election Office, Comilla
জেলা নির্বাচন অফিস, কুমিল্লা | ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১ সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৯ প্রার্থী। গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয়ে আওয়ামী লীগের এক স্বতন্ত্র প্রার্থী, জাকের পার্টির পাঁচ প্রার্থী, কৃষক শ্রমিক জনতা লীগের একজন, তরীকত ফেডারেশনের দুইটি আসনের একই প্রার্থীসহ মোট ৯ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

এক নজরে কুমিল্লা-১১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার ৯ প্রার্থী-

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের এটিএম ওবায়দুল হক, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের আব্দুল লতিফ স্বপন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মো. শহিদুল ইসলাম, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সাদিয়া সাবা, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের শাহ আলম মোল্লা, কুমিল্লা-৮ (বরুড়া) ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের তরীকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাকের পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাইদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেছি।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত কুমিল্লার ১১টি আসনের বৈধ প্রার্থী ৮৮ জন। গতকাল ৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এদিকে জেলা প্রশাসক ও রিটার্নি কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানান,  আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টায় পর্যন্ত কুমিল্লার ১১টি আসনের ৬৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে । এর পর আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা।