নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ১১ সংসদীয় আসনে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪৮

Nomination papers of 48 candidates in 11 parliamentary constituencies of Cumilla are valid, 73 are invalid
কুমিল্লার ১১ সংসদীয় আসনে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৪৮।—ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (৪ ডিসেম্বর) দুই দিনব্যাপি যাচাই-বাছাই শেষে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সব তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান।

এর আগে রোববার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন তিনি।

এরমধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলে – আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সবুরসহ ৬ জন। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাইম হাসান হলফনামা শতকরা ১% ভোটার তালিকা গড়মিল থাকা তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। ভোটারের এক শতাংশের স্বাক্ষর গড়মিল থাকা, তথ্য ভুল থাকা, মিথ্যা তথ্য দেওয়ায় এ আসনের ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন –  আওয়ামী লীগের প্রার্থী সেলিমা আহাম্মদ মেরীসহ ৬ জন। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদের হলফনামা সনাক্তকারীর নাম না থাকায় তার মনোনয়নটি বাতিল করা হয়। আরেক স্বতন্ত্র প্রার্থী শাহ আলম খন্দকার ও জাতীয় পার্টির এটিএম মঞ্জুরুল ইসলামসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ৩ জন। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, রফিকুল ইসলাম ও রুহুল আমিনসহ ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন –  আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলসহ ১৩ জন। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খন্দকারের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেম খান ও বিএনপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদসহ ৬ জন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনসহ ৫ জনে মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুমিল্লা -৬ (সদর, সিটি কর্পোরেশন) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগের মনোনীত আ ক ম বাহাউদ্দিন,  আঞ্জুম সুলতানা সীমা (স্বতন্ত্র), এয়ার আহমেদ সেলিম (জাতীয় পার্টি) ও এডভোকেট আবুল হোসেন মজুমদার (জাকের পার্টি) সহ ৫ জন। এ ছাড়া হলফনামা অসম্পূর্ণ তথ্য দেওয়ায় ০১ মনোনয়ন বাতিল করা হয়েছে।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত, মোহাম্মদ লুৎফুর রেজা (জাতীয় পার্টি), মো. শহীদ উল্লাহ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), তোফায়েল হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফের মনোনয়নপত্রে তথ্য গোপন ও হলফনামা গরমিল থাকায় তারসহ চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগ মনোনীত আবু জাফর মোহাম্মদ  শফিউদ্দীন, নুরুল ইসলাম মিলন (স্বতন্ত্র), মফিজ উদ্দিন আহমেদ (ইসলামি ঐক্য জোট), মোজাম্মেল হক বশির (বাংলাদেশ সুপ্রিম পার্টি), নাসিমুল আলম চৌধুরী (স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য), শরিফুল ইসলাম (জাকের পার্টি) সহ ১১ জন। এ ছাড়া বাতিল হয়েছে ৪ জনের।

কুমিল্লা-৯ (লাকসাম – মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু বকর সিদ্দিক, কৃষক শ্রমিক জনতা লীগের জহির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল ও বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। এ ছাড়া তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই ) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগ মনোনীত অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তফা কামাল, জাতীয় পার্টি প্রার্থী জোনাকি হুমায়ুনের মনোনয়নসহ ৩ জন। এ ছাড়া  ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগ  সাবেক রেলমন্ত্রী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি,  মিজানুর রহমান (স্বতন্ত্র), শাহ আলম মোল্লা (জাকের পার্টি), মোস্তফা কামাল (জাতীয় পার্টি), মো. খোরশিদ আলম (ইসলামি ঐক্যজোট)। এ ছাড়া নানা কারণে বাতিল করা হয়েছে ৬ জনের মনোনয়নপত্র।