আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনের তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কুমিল্লার ১১টি আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হলেন যারা
কুমিল্লা-১ আসনে মোঃ মহসিন আলম ভূঁঞা / সুলতান জিসান উদ্দিন,
কুমিল্লা-২ আসনে মোঃ মাইন উদ্দিন,
কুমিল্লা-৩ আসনে (বাকি),
কুমিল্লা-৪ আসনে এ্যাড. মোঃ মাহবুবুল আলম,
কুমিল্লা-৫ আসনে হাজী মোঃ হোসেন,
কুমিল্লা-৬ জয় ভৌমিক / ডাঃ মোছাম্মৎ নাছিমা সুলতানা,
কুমিল্লা-৭ সজল কুমার কর,
কুমিল্লা-৮ আসনে (বাকি),
কুমিল্লা-৯ আসনে (বাকি),
কুমিল্লা-১০ আসনে কাজী মোঃ জামাল উদ্দিন,
কুমিল্লা-১১ আসনে আসনে (বাকি)।
পুরো তালিকা দেখতে এখানে ক্লিক করুন
কিছু আসনে তৃণমূল বিএনপি একাধিক প্রার্থী দিয়েছেন। এ বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, সামান্য কারণেও অনেকের প্রার্থিতা বাতিল হয়ে যায়। মনোনয়ন ফরম জমা ও প্রত্যাহারের মধ্যে বেশ কিছুটা সময় পাওয়া যায়। এর মধ্যে এলাকায় যাদের জনপ্রিয়তা বেশি থাকবে, তাদের দলীয় প্রতীক দেওয়া হবে।
নির্বাচনে অংশগ্রহণ করার যৌক্তিকতা তুলে ধরে তৈমুর আলম বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়নি। কিন্তু সরকার গঠন তো ঠেকানো যায়নি। এবারও কেন সরকারকে ব্ল্যাংক চেক দেব? তাদের ঘুমিয়ে ঘুমিয়ে পাস করতে দেব না।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC