সহকারী পরিচালক মো: আসাদুল ইসলামের নেতৃত্বে এ তদারকি অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
কুমিল্লার সদর দক্ষিণের সোয়াগঞ্জ বাজার এলাকায় ইফতারির বাজার, মৌসুমি ফলসহ নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পচা-বাসি এবং রং যুক্ত খাবার জব্দ করে ধ্বংস করা হয়।
গতকাল রবিবার (২৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত সূত্রে জানা গেছে, এ অভিযানে সময় বাজারের বিভিন্ন দোকানে ক্রয়-বিক্রয়ের ভাউচার যাচাই করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অপদ্রব্য না মেশাতে এবং মেয়াদহীন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ না করতে নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া এ অভিযানে ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে পচা-বাসি এবং রং যুক্ত খাবার জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে ভোক্তা সাধারণের মাঝে যৌক্তিক মূল্যে তরমুজ বিক্রির ব্যবস্থা করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC