কুমিল্লা সীমান্তে একটি বিশেষ অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ ৯৫ হাজার টাকা।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) ভোরে কুমিল্লার মিয়া বাজার সীমান্তবর্তী এলাকায় অভিযান করে কটকবাজার বিওপির একটি বিশেষ দল। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় কুমিল্লা সেক্টরের ১০ বিজিবি।
এতে বলা হয়েছে, সোমবার বিকেলে ১০ বিজিবির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত মেইন পিলার ২১০০/এম হতে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার নামক স্থান থেকে ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করা হয়।
সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।