এপ্রিল ১৯, ২০২৫

শনিবার ১৯ এপ্রিল, ২০২৫

কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের জমি-বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

AKM Bahauddin Bahar
ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম.বাহাউদ্দিন বাহারের কুমিল্লা নগরীর মনোহরপুরে-মুন্সেফবাড়ি থাকা ১৫ শতক জমি ও একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

আদালতের আদেশ অনুযায়ী, কুমিল্লার মনোহরপুরে আনুমানিক ৩৮ লাখ টাকা মূল্যমানের ১৫ শতক জমি এবং ১৬ কোটি টাকা মূল্যের একটি বাড়ি জব্দ করা হয়েছে।

একইসাথে বাহার ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট ২৯টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১১ নভেম্বর বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, কন্যা তাহসীন বাহার সূচনা ও আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

পরবর্তীতে, চলতি বছরের ৩ মার্চ তাহসীন বাহার সূচনার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন আদালত, যেগুলোর মোট জমা ছিল তিন কোটি তিন লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা। একইসাথে ৩২ লাখ টাকা মূল্যমানের জমি এবং ১৪৭৪ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটও জব্দ করা হয়।