কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পরকীয়া প্রেমিকার ঘর থেকে টিপু সুলতান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিকা রূপা আক্তারকে আটক করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টিপু সুলতান উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে। আটক রূপা আক্তার একই গ্রামের শেখ বাড়ির সৌদি প্রবাসী বশির আহমেদের স্ত্রী।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিলিপ কুমার মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই মো. মহিবুর রহমান বলেন, আমার ভাই টিপু সুলতান পাইপ ফিটিং মিস্ত্রি। তার সঙ্গে রূপা আক্তারের পরকীয়া সম্পর্ক চলছিল। শনিবার রাত ১০টার দিকে সর্বশেষ চাচাতো বোন আঁখির সঙ্গে ফোনে কথা হয় টিপুর। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে সোমবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। সন্ধ্যার পর আমরা জানতে পারি রূপার ঘরে টিপু সুলতানের লাশ পাওয়া গেছে।
এ বিষয়ে এসআই দিলিপ কুমার মজুমদার বলেন, সন্ধ্যায় রূপা আক্তার থানায় এসে পুলিশকে জানায়, তার ঘরে এক যুবক এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে। এটি হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা রূপা আক্তারকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।