গেল কিছুদিন বন্ধ থাকার পর কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় কুমিল্লার সদর থানার কার্যক্রম শুরুর পর এবার বুড়িচং উপজেলা থানার কার্যক্রমও শুরু হয়েছে। থানাগুলোর নিরাপত্তায় সেনাসদস্য মোতায়েন করা আছে।
গতকল রোববার (১১ আগস্ট) বিকেলে বুড়িচং থানা পরিদর্শন করেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে থাকা ৩৮/বি-এর উপ-অধিনায়ক মেজর নাজিউর রহমান।
এসময় থানাতে আসা সেবাগ্রহীতাদের সমস্যা শুনে সার্বিক সহযোগিতা করেন অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানাত খন্দকার।
এ বিষয়ে ওসি আবুল হাসানাত খন্দকার বলেন, ‘আমার থানার সব সদস্য উপস্থিত আছেন। এর মধ্যে দুজন অফিসিয়াল ছুটিতে আছে। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া থানাতে ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের আইনি সহায়তা চলবে।’
এ বিষয়ে মেজর নাজিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘এই থানার কার্যক্রম ও নিরাপত্তায় সেনাবাহিনী সহযোগিতা করবে। এছাড়া থানার বাইরে যেকোন অপারেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা থাকবেন।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC