কুমিল্লার লাকসামে ফুল কুড়াতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে ১৯ মাস বয়সী আরিফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ইউপির নরপাটি গ্রামের জাকির হোসেন পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই শিশু গাইবান্ধা জেলার রুপার বাজার এলাকার আলী আকবর ছোট মেয়ে।
লাকসাম পূর্ব ইউপির আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম ও নরপাটি ওয়ার্ড সদস্য বাবুল শিশু আরিফার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত শিশু আরিফার বাবা আলী আকবর একজন মৎস্যজীবী। তিনি গাইবান্ধা জেলার রুপার বাজার এলাকার শরিফ উল্লা বাবুর্চির ছেলে। প্রায় ১২ বছর পূর্বে লাকসাম পৌরসভার পশ্চিম বাতাখালি গ্রামের হোসেন মিয়ার মেয়ে কোহিনূর বেগমকে বিয়ে করেন আলী আকবর। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রীকে নিয়ে উপজেলার নরপাটি গ্রামে জাকির হোসেন পণ্ডিত বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় নিয়ে থাকেন। তাদের কোলজুড়ে আসে একে একে দুইটি সন্তান ছেলে আরিফুল ইসলাম, বয়স নয় বছর; আর মেয়ে আরিফার বয়স এক বছর সাত মাস।
রোববার দুপুরে দিকে বাড়ির খোলা জায়গায় আরিফাসহ তিন-চারজন শিশু খেলা করছিল। পাশে ছিল মুখ খোলা সেপটিক ট্যাংকির উপরে পড়ে থাকা কয়েকটি জবা ফুল পড়ে ছিল। ওই ফুল কুড়াতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে যায় আরিফা। শিশুদের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বাড়ির মালিক মো. জাকির হোসেন পন্ডিত জানান, সেফটি ট্যাংকির মুখের ঢাকনা নষ্ট যাওয়ায় আপাতত টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দুই তিন দিনের মধ্যে মিস্ত্রি এনে মেরামত করার কথা ছিল।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ বলেন, শিশুর মৃত্যুর ঘটনার অভিযোগ পাইনি। তারপরও খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC