কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। মৃত নাবিলা আক্তার (১৪) ও তার ছোট বোন উম্মে হাফসা মিলি (৯) ওই বাড়ির সহিদুল ইসলামের মেয়ে। তারা দুজন নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী।
মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সহিদুল তার ব্যবসার সুবাদে নরসিংদী শহরে পরিবার নিয়ে বসবাস করেন। কুরবানির ঈদে তারা গ্রামের বাড়িতে আসে। দুপুরে ঘরের পাশে দুই বোন খেলাধুলা করছিল। একপর্যায়ে নাবিলা ও মিলিকে না দেখায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ করেন। দীর্ঘ সময় খোঁজার পর বিকেলে তাদের বাড়ির পাশের পুকুরে দুই বোনের মরদেহ ভাসতে দেখেন স্বজনরা।
পরে স্বজন ও এলাকাবাসী দ্রুত তাদের উদ্ধার করে লাকসামে বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাফুজ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC