কুমিল্লার লাকসাম উপজেলায় অটোরিকশা ছিনতাইকারীদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে উপজেলার বাকই ইউনিয়নের অশ্বদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, যাত্রীবেশে চার ছিনতাইকারী ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাড়া নেয়। রাত ৯টার দিকে অশ্বদিয়া হাইস্কুল মসজিদের সামনে এসে একজন প্রস্রাবের কথা বলে অটোরিকশাটি থামায়। এ সময় চালক সুমনের (১৮) চোখেমুখে মলম লাগিয়ে তারা এক লাখ ৮৫ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। হুঁশ ফিরে পেলে সুমন বিভিন্ন স্থানে ফোন করে বিষয়টি জানান।
পরে বাকই ইউনিয়ন পরিষদের পাশে স্থানীয় লোকজন অটোরিকশাসহ চার ছিনতাইকারীকে আটক করলেও ইউসুফ নামে একজন পালিয়ে যায়। পরে অপর তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। লাকসাম থানার
এসআই আশরাফুল ইসলাম অটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলো- বরুড়ার ডাবুরিয়া মিয়াজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে মোহন হোসেন (২২), লাকসামের নগরীপাড়ার মৃত আলী আশরাফের ছেলে সাইফুল ইসলাম (২০) ও নাঙ্গলকোটের চান্দপুরের বজলুর রহমানের ছেলে মামুন (৩৫)। এ ঘটনায় রিকশাচালক সুমন বাদি হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।
লাকসাম থানার ওসি তদন্ত টমাস বড়ুয়া জানান, আটক ৩ ছিনতাইকারীকে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার তাদেরকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC