জুলাই ১, ২০২৫

মঙ্গলবার ১ জুলাই, ২০২৫

কুমিল্লার যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

The places where the sacrificial animal market is located in Cumilla
গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

২০২৪ সালের ঈদুল আজহাকে সামনে রেখে এ বছর কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে অস্থায়ী কোরবানির পশুর হাট স্থাপন করা হবে। নিয়ম অনুযায়ী এসব হাটের মেয়াদকাল হবে ঈদের দিনসহ মোট পাঁচ থেকে সাত দিন। এরমধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) এবং পৌরসভা এরিয়াতে শুরু হয়েছে পশুর হাটের প্রস্তুতি।

এক নজড়ে দেখে নিন কুমিল্লার কোরবানির পশুর হাটের তালিকা ও তারিখ

০১| চাঙ্গিনী বাজার (১৪ জুন শুক্রবার ও ১৬ জুন রবিবার)

০২| বিবির বাজার (১৫ জুন শনিবার)

০৩| নেউরা বাজার (১৪ জুন শুক্রবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত)

০৪| বানাশুয়া বাজার (১৫ জুন মঙ্গলবার)

০৫| রাজাপাড়া পশুর হাট (১৩ জুন বৃহস্পতিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত)

০৬| চৌয়ারা বাজার (১১ জুন মঙ্গলবার ও ১৫ জুন শনিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত)

০৭| চানঁপুর বাজার (১৫ জুন শনিবার থেকে ঈদের দিন সকাল পর্যন্ত)

০৮| কৃষ্ণনগর (১১ জুন মঙ্গলবার ও ১৪ জুন শুক্রবার)

০৯| শাহপুর বাজার (১৫ জুন শনিবার)

১০| রসুলপুর বাজার (১২ জুন বুধবার)

১১। কালিরবাজার (১৫ জুন শনিবার)

১২। চান্দিনা বাজার (১৫ জুন শনিবার)

১৩। ছয়গ্রাম (১১ জুন মঙ্গলবার, ১৫ জুন শনিবার)

১৪। সুয়াগাজি বাজার (১৪ জুন শুক্রবার)

 ১৫। মিরশান্নি বাজার (১২ জুন বুধবার)

১৬। মুড়ার বাজার (১৩ জুন বৃহস্পতিবার)

১৭। নয়নপুর (১৬ জুন রবিবার)

১৮। ফকিরা বাজার (১৫ জুন শনিবার)

১৯। ময়নামতি (১৪ জুন শুক্রবার ও ১৫ জুন শনিবার)

২০। চকবাজার (আপডেট আসছে)

২১।  হোসেনপুর (আপডেট আসছে)

২২।  ঝালুয়াপারা (১৪ জুন শুক্রবার)

২৩। ঘারমোড়া (আপডেট আসছে)

২৪। মুন্সির বাজার (১৪ জুন শুক্রবার ও ১৫ জুন শনিবার)

২৫। শিবির বাজার (১৪ জুন শুক্রবার ও ১৫ জুন শনিবার)

২৬। টিপরা বাজার ক্যান্টনমেন্ট (আপডেট আসছে)

২৭। সৈয়দপুর (১৫ জুন শনিবার)

২৮। দুতিয়ার দিঘীরপাড় (আপডেট আসছে)

২৯। সাহেবাদ বাজার (১৩ জুন বৃহস্পতিবার ও ১৬ জুন রবিবার )

৩০। বালুতুবা বাজার (১৫ জুন শনিবার ও ১৬ জুন রবিবার )

৩১। আমড়াতলি বাজার (১৫ জুন শনিবার)

৩২। মিয়াবাজার (১৪ জুন শুক্রবার)

এছাড়াও শহর কেন্দ্রীক বাজার বাদেও বিভিন্ন গ্রাম, ব্যক্তিগতভাবে গড়ে উঠা খামারে কিংবা অনেকে এক বা একাধিক কোরবানির পশু লালন-পালন করেছেন। সেখানেও পাওয়া যাবে কোরবানির পশু।

উল্লেখ্য, চলতি বছর কুমিল্লায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ২ লাখ ৪১ হাজার ৬৪টি। এর বিপরীতে পশুর মজুত রয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৫২টি। সে হিসেবে কোরবানির চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে ৮ হাজারের বেশি পশু। এবারের কুমিল্লার ১৮টি থানা এলাকায় এই বছর স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ৪০৯টি পশুর হাট বসবে।

আরও পড়ুন