কুমিল্লার মেঘনা উপজেলায় রোববার সন্ধ্যায় বিভিন্ন গ্রামে শিয়ালের কামড়ে চার নারী এক শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর ও চেঙ্গাকান্দি গ্রামে বিচ্ছিন্ন ভাবে শিয়াল আক্রমণ চালায়। আহতদের ৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে ।
শেয়ালের কামড়ে আহতরা হলেন- নুরনাহার (৬০), রানী (৩৫), তামিম (১০), রহিমা (৩২), এরশাদ (৭০), ডলি (২৫), সাবমিয়া (৫০), সাহাবুদ্দিন (৫২)।
এদিকে, রোগিদের স্বাস্থ্যসেবার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সায়মা রহমান বলেন, সচারাচর এ ধরনের ঘটনা খুবই কম হয়, হঠাৎ এমন ঘটনায় রোগীসহ আমাদের অনেক ব্যাগ পেতে হয়, কিছু ভ্যাকসিন সংগ্রহ করেছি আপাতত রোগীদের অবজারভেশনে রেখেছি চিকিৎসা চলছে, আমাদের কাছে শিয়ালের কামড়ের ভেক্সিন নেই আমরা অধিদপ্তরে যোগাযোগ করেছি, আশাকরি কয়েকদিনের মধ্যে ভেক্সিন চলে আসবে।
উল্লেখ্য, আহত নুরনাহারকে আক্রমনকারী শিয়ালকে নুরনাহার মেরে ফেলে। অপরদিকে গতকাল সোমবার সকালে এলাকাবাসী ঝোঁপঝাড়ে লাঠিসোঁটা নিয়ে শিয়াল তাড়ানোর সময় লাঠিসোঁটার আঘাতে আরো দুইটি শিয়ালসহ তিনটি শিয়াল মারার খবর পাওয়া যায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC