
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রাণীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার রোগী পেলো ফ্রি চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্নয় করা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাণীগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ ওয়ালী উল্লাহ।
এতে হাজী ছন্দুল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে ও রাণীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মাওলানা মোঃ মাহবুবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যোগ দেন ইঞ্জিনিয়ার রুহুল আমিন ভূইঁয়া শিমুল। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইটি ভিশন ইনস্টিটিউট এর চেয়ারম্যান ও ষাইটশালা দরবার শরীফ এর পীরজাদা এস.এম মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ)।
প্রধান আলোচক ছিলেন শেখ মোহাম্মদ সাবের। অনুষ্ঠানে হাফেজ মো. ছাদেকুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী নোয়াব মিয়া, নজরুল চৌধুরী, ডাঃ মোহাম্মদ আলী, মাওলানা মাহফুজুর রহমান, মাহবুব সরকার রিপন। এই ক্যাম্পেইনে ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন রোগীর ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেন।
এধরনের ফ্রি চিকিৎসা সেবা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান আগত রোগীরা। এসময় আলোর দিশারী সংগঠনের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাণীগাছ আলোর দিশারী ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মাওলানা মোঃ মাহবুবুর রহমান বলেন, সেবার ব্রত নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। জনকল্যাণমূলক কাজ করাই এই সংগঠনের প্রধান কাজ। আগামীতেও এধরণের জনকল্যানমূলক কাজ করবে সংগঠনটি।