কুমিল্লার বুড়িচং উপজেলার নবীয়াবাদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আল আমিন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন।
গুলিবিদ্ধ আল আমিনের বাড়ি কুমিল্লারর ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাঁভূমি আনন্দপুর এলাকায়।
গতকাল বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নবীয়াবাদ সীমান্ত পিলার-২০৬১/১ এস–এর কাছে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, নবীয়াবাদ মাদক ও চোরাচালানপ্রবণ এলাকা। গতকাল রাতে এ এলাকায় বিএসএফের গুলিতে এক যুবক বিদ্ধ হয়েছেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় লোকজনের ভাষ্য, বিএসএফ আল আমিনকে তিনটি গুলি করেছে। তিনি গলা ও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত বলেন, তিনি এ ঘটনা জানেন না। তবে গণমাধ্যমকর্মীদের কাছে শোনার পর এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC